শিরোনাম
Home / রাজনীতি / একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না: রিজভী

একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না: রিজভী

ঘোষণা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখান করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তফসিল জারির মাধ্যমে জাতির সঙ্গে তামাশা করেছেন। তার ভাষা প্রধানমন্ত্রীর ভাষারই প্রতিফলন। তফসিল জারি হলেই নির্বাচন হবে না, করতে দেওয়া হবে না।

তফসিল জারির প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে রিজভী বলেন, ‘সরকার আবারও একদলীয় নির্বাচন করার নীলনকশা করছে। আর ইসি হচ্ছে তার নির্ভরতার আস্থাস্থল। বর্তমান নির্বাচন কমিশন নিশি রাতের ভোটে নির্বাচিত সরকারের আজ্ঞাবহ সিলেকশন। এই কমিশনের মূল উদ্দেশ্য আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনা। এই কমিশন যদি নিরপেক্ষ হতো তাহলে জনমত উপেক্ষা করে তফসিল জারি করতো না। তফসিল জারি হলেই নির্বাচন হবে না, করতে দেওয়া হবে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেওয়া হবে আগামী ৭ জানুয়ারি। তফসিল ঘোষণার পর মাঝে ৫২ দিন রেখে নির্বাচন কমিশন ভোটের এই তারিখ নির্ধারণ করেছে। বুধবার (১৫ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় ভোটের এই তারিখ জানান।

Check Also

পুলিশের মধ্যে ট্রমা এখনো পুরোপুরি কাটেনি, তবে উন্নতি হয়েছে : ডিআইজি হাবিব

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেছেন, বিপর্যয়ের পর পুলিশের মধ্যে ট্রমা এখনো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *