শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামের চান্দগাঁওয়ে হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৩১ জন আটক

চট্টগ্রামের চান্দগাঁওয়ে হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৩১ জন আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চান্দগাঁওয়ে হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ৩১ জন নারী- পুরুষকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১৭ জন নারী এবং ১৪ জন পুরুষ।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বাস টার্মিনাল এলাকার হোটেল রিগ্যাল প্যালেস থেকে তাদের আটক করা হয়।

শনিবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হবে বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।

তিনি বলেন, হোটেল রিগ্যাল প্যালেসে অসামাজিক কার্যকলাপ চলছে- এমন অভিযোগে অভিযান চালানো হয়। এসময় ৩১ জন নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আদালতে ৭৬ ধারায় প্রসিকিউশন দেওয়া হবে।

Check Also

এই সরকার কোনো সংবাদ মাধ্যম কিংবা প্রেস বন্ধ করেনি- প্রেস সচিব

ঘোষণা ডেস্ক :প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ সরকার কোনো সংবাদ মাধ্যম কিংবা …