শিরোনাম
Home / অপরাধ / পাহাড় কাটার দায়ে চট্টগ্রামের আকবরশাহে ৩ জনের বিরুদ্ধে মামলা

পাহাড় কাটার দায়ে চট্টগ্রামের আকবরশাহে ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডের আকবরশাহ শাপলা আবাসিক এলাকার লইট্টা ঘোনা নামক স্থানে পাহাড় কাটার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিকালে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

মামলার আসামিরা হল, সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের লতিফপুর এলাকার সৈয়দ আবু তাহের আলীর ছেলে সৈয়দ মো. আবদুল মালেক, একই ইউনিয়নের জঙ্গল লতিফপুর গ্রামের মো. ইয়াছিরের ছেলে মো. মানিক ও নোয়াখালীর হাতিয়া থানার ইউনুছপুর গ্রামের মো. রফিকের ছেলে মো. রিয়াদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন জানান, পাহাড় কেটে একটি চক্র ভিটা বানাচ্ছে জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় দুষ্কৃতকারীরা পালিয়ে গেলেও পাহাড় কাটায় ব্যবহৃত একটি পানিরমোটর জব্দ এবং পাশাপাশি ৩ ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়ের করা হয়।

Check Also

বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতু একনেকে অনুমোদন : ব্যয় সাড়ে ১১ হাজার কোটি

ঘোষণা ডেস্ক : চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে নির্বিঘ্ন নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে জাতীয় অর্থনৈতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *