শিরোনাম
Home / অপরাধ / ২য় দফার অবরোধের প্রথম দিন ১৯ গাড়িতে আগুন

২য় দফার অবরোধের প্রথম দিন ১৯ গাড়িতে আগুন

ঘোষণা ডেস্ক : বিএনপির দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে অন্তত ১৯টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার (৫ নভেম্বর) রাত থেকে রোববার (৬ নভেম্বর) রাত ১১টা পর্যন্ত এসব অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এছাড়া পুলিশের গাড়িতে ককটল নিক্ষেপসহ গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সর্বশেষ পল্লবীতে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে রোববার ভোররাত চারটায় রাজধানীর ডেমরার মাতুয়াইলে সাদ্দাম মার্কেটের সামনে এবং শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়।

এরপর ভোর সোয়া পাঁচটায় মিরপুর-৬ নম্বরে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।পরে সকালে বনশ্রীর মেরাদিয়ার বাঁশপট্টি এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ওই বাসের যাত্রী সবুজ মিয়া (৩০) দগ্ধ হন।

এরপর বিকেল চারটার দিকে মিরপুরে বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের (চৈতালি) একটি বাসে আগুন দেওয়া হয়।সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন দেওয়া হয়। এর আধা ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় সবশেষ শিকড় পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন দেওয়ার খবর পান তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এতে কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস আরও জানায়, সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে রাত সোয়া ১০টার দিকে রাজধানীর পলাশী মোড়ে একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই প্রাইভেটকারটি পরিত্যাক্ত অবস্থায় রাস্তার পাশে রাখা ছিল। এছাড়া একই সময়ে কারওয়ান বাজারে একটি পিক-আপ ভ্যানে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পিকআপের পেছনে থাকা সোফায় আগুন লাগে। পিকআপটি ওই সোফা ফেলে দিয়ে চলে যায়।

এছাড়া, চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৫ নভেম্বর) রাত ১০টা ২৫ মিনিটের দিকে থানার অক্সিজেন মোড় রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে, রোববার ভোরে চট্টগ্রামে পতেঙ্গার ধুমপাড়া মোড়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। সড়কের পাশে বাসটি রেখে চালক নামাজ পড়তে গিয়েছিলেন।হঠাৎ অটোরিকশায় চড়ে দুইজন লোক এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

সকাল ১০টার দিকে হবিগঞ্জ চুনারুঘাটে উপজেলা তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকারের প্রাইভেটকারে আগুন দেওয়া হয়। জানা গেছে, ওই প্রাইভেটকারে কয়েকজন যুবক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভান।

এদিন খুলনার রূপসা উপজেলার তালিমপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিএনপির অবরোধে একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকেটারদের ছোড়া ইটের আঘাতে সিএনজি চালকসহ যাত্রীরা আহত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) রাত ৮টার পর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মাওনা সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

Check Also

গুম ও জুলাই-আগস্টের গণহত্যায় সম্পৃক্ত : শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

ঘোষণা ডেস্ক : গুম ও জুলাই-আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *