শিরোনাম
Home / রাজনীতি / রাজনৈতিক নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় বিএনপি নেতাদের গ্রেফতার- আইনমন্ত্রী

রাজনৈতিক নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় বিএনপি নেতাদের গ্রেফতার- আইনমন্ত্রী

ঘোষণা ডেস্ক: বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে ধরা হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তাদের অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে।

রাজনীতির সঙ্গে এর কোনো সংযোগ নেই।
রোববার (৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কেন এসেছিলেন, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করেছি।

বিএনপির নেতাকর্মীদের মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, না না না, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি।

বিএনপির বড় নেতাদের ধরা হচ্ছে, এতে রাজনৈতিক সমস্যার সমাধান হবে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয়, এ প্রশ্নের জবাব সঠিকভাবে যে জায়গায় পাবেন, তা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার কাছে এটার কোনো…।

Check Also

এইচএসসি পরীক্ষার জন্য ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

ঘোষণা ডেস্ক :চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে …