নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কোতোয়ালীসহ ৪ থানার ওসি পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় করা মামলার আবেদনে নাম থাকা চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলামও আছেন, যিনি মামলার দিন থেকে ছুটিতে আছেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের দেয়া এক আদেশে এই রদবদল আনা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) স্পীন রাণী প্রামাণিক জানান, কোতোয়ালী, চান্দগাঁও, পতেঙ্গা, বাকলিয়া থানার ওসিসহ মোট ৭ পরিদর্শকের বদলির আদেশ দেয়া হয়েছে।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবিরকে চান্দগাঁও থানায় বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে এস এম ওবায়দুল হককে। চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলামকে গোয়েন্দা পুলিশের বন্দর জোনে বদলি করা হয়েছে।
বাকলিয়া থানার ওসি আব্দুর রহিমকে নগর বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করে পতেঙ্গা থানার ওসি আফতাব হোসাইনকে বাকলিয়া থানায় পদায়ন করা হয়েছে।
সিটি এসবির পরিদর্শক কবিরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে পতেঙ্গা থানার। এছাড়া পরিদর্শক সাজেদ কামালকে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে।