ঘোষণা ডেস্ক: দলের নেতাদের গ্রেফতারে আন্দোলনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাসের স্ত্রী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
মঙ্গলবার (৩১ অক্টোবর) মির্জা আব্বাস গ্রেফতারের পর তার শাহজাহানপুরের বাসায় আফরোজা আব্বাস সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
আফরোজা বলেন, কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের ঘটনা বিএনপির আন্দোলনে প্রভাব ফেলবে না। কারণ নেতৃত্বশূন্য হলে কর্মীরাই দায়িত্ব নেবে।
নেতাদের বিরুদ্ধে হওয়া মামলা রাজনৈতিক উল্লেখ করে সব মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) শহীদবাগস্থ ঢাকা ব্যাংকের শাখা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়।
২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশকে ঘিরে হামলা-সংঘর্ষে পুলিশ হত্যার মামলায় গ্রেফতার হয়েছেন মির্জা আব্বাস। একই মামলায় গ্রেফতার হয়েছেন দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালও।
এর আগে রোববার (২৯ অক্টোবর) গুলশানের বাসা থেকে আটক করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।