Home / অপরাধ / অবরোধের প্রথম দিনে চট্টগ্রামে ৩ বাসে আগুন- প্রাইভেট কার ভাংচুর, আটক ১৪

অবরোধের প্রথম দিনে চট্টগ্রামে ৩ বাসে আগুন- প্রাইভেট কার ভাংচুর, আটক ১৪

ঘোষণা ডেস্ক : সারাদেশে বিএনপির দেওয়া ৩ দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনেই চট্টগ্রামের বিভিন্ন স্পটে প্রাইভেট  কার ভাংচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷

সকালে নগরীর সিটি গেট এলাকায় পাক্কা রাস্তার মাথায় ২-৩টি প্রাইভেট কার ভাঙচুর করেছে অবরোধকারীরা। এ সময় অবরোধকারীদের মধ্য থেকে ১৪ জনকে আটক করেছে আকবরশাহ থানা পুলিশ৷ তবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

সকালে চট্টগ্রাম নগরে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে নগরের ইপিজেড থানার সল্টগুলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরের দামপাড়া বাস কাউন্টারের সামনে একটি মিনিবাসে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আর গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচরা ট্যানারি বটতলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়।

পুলিশ বলছে, চট্টগ্রাম নগরের সল্টগুলা ক্রসিং এলাকায় বাসটি যাত্রী তোলার জন্য দাঁড়ায়। ওই সময় যাত্রীবেশে দুজন উঠে বাসে আগুন দিয়ে দ্রুত নেমে পড়েন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইপিজেডের কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, সকাল ছয়টার দিকে একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বাসটির চালকের বরাত দিয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসাইন বলেন, বাসটি যাত্রী তোলার জন্য সল্টগুলা ক্রসিং এলাকায় দাঁড়ায়। ওই সময় যাত্রীবেশে দুজন উঠে বাসে আগুন দিয়ে দ্রুত নেমে পড়েন। তিনি আরও বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইপিজেড এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে জানিয়ে মোহাম্মদ হোসাইন বলেন, সকাল থেকে পুলিশ সতর্ক পাহারায় রয়েছে।

গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাসে আগুন দেওয়া ঘটনায় কেউ হতাহত হয়নি উল্লেখ করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান আজ সকালে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ সকাল থেকে বিএনপির ৩ দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দলটি। একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীও।

Check Also

নির্বাচন ঠেকাতে ডিসেম্বরে আসনভিত্তিক আন্দোলনে যাবে বিএনপি

ঘোষণা ডেস্ক : বিদ্যমান ব্যবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে সারাদেশে সংসদীয় আসনভিত্তিক আন্দোলন গড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *