
ঘোষণা ডেস্ক : প্রায় ৪৫ মাস পর বিএনপির ডাকা হরতালের আগের দিন এবং রাতেও ঢাকাজুড়ে যানবাহনে নাশকতা চালানো হয়েছে।সারা দেশে হরতালকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকারম, মোহাম্মদপুর ও তাঁতি বাজার এলাকায় বেলা ৪টি বাস ও বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এদিকে হরতাল চলাকালে বিএনপি-আওয়ামী লীগের নেতাসহ মোট ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সকালে মিছিল করে ফেরার সময় ঢাকায় আবদুর রশিদ নামে ওয়ার্ড পর্যায়ের এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুর টাউন হল বাজারের কাছে একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় ধাওয়ার মুখে পাশের নির্মাণাধীন একটি ভবনের ছাদে ওঠেন তিনি। এরপর সেই ছাদ থেকে আরেক ভবনের ছাদে লাফিয়ে পার হওয়ার সময় নিচে পড়ে তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য আবদুর রশিদের মরদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
এর আগে, গতকাল রাত সাড়ে ৩ টার দিকে রাজধানীর ডেমরায় একটি বাসে আগুন দেওয়া হলে চালকের সহকারীর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
লালমনিরহাট সদরে বিএনপি- আওয়ামীলীগ সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতার মৃত্যু হয়েছে বলে বিবিসি-কে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।