শিরোনাম
Home / আদালত / চট্টগ্রামে শিশুদের বিনোদন কেন্দ্র ‘চট্টগ্রাম শিশুপার্ক’ সিলগালা

চট্টগ্রামে শিশুদের বিনোদন কেন্দ্র ‘চট্টগ্রাম শিশুপার্ক’ সিলগালা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সার্কিট হাউজসংলগ্ন শিশুপার্কের কার্যক্রম বন্ধ করে দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জমি বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং ও রাকিবুল ইসলাম উপস্থিত থেকে সোমবার পার্কের মূল ফটক সিলগালা করে দেন। পরে চট্টগ্রাম সেনানিবাসের নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরকে স্থাপনাটি বুঝিয়ে দেওয়া হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সার্কিট হাউস সংলগ্ন বাণিজ্যিক শিশু পার্কটি বন্ধ করে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সবুজ চত্বর তৈরির দাবি ছিল দীর্ঘদিনের। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

৩১ বছর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) শিশুপার্কের জমিটি ব্যবহারের অনুমতি দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে লিজের শর্ত ভঙ্গের কারণে জমিটি বুঝে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং যুগান্তরকে বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনকে যেসব শর্তে জমিটি ব্যবহার করতে দেওয়া হয়েছিল তার ব্যত্যয় ঘটায় শিশুপার্কটি সিলগালা করে দেওয়া হয়।

চসিকের আগ্রহে ১৯৯২ সালের ১৩ জুলাই তিন একর জমিতে শিশুপার্ক স্থাপন করে নগর সংস্থাটিকে অনাপত্তি দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরে ১৯৯৪ সালে ঢাকার প্রতিষ্ঠান ‘ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস লিমিটেড’কে ২৫ বছরের জন্য জমিটি ইজারা দেওয়া হয়।

২০১৯ সালের নভেম্বরে ওই ইজারার মেয়াদ শেষ হয়। এরপর ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ১৫ বছরের জন্য একই প্রতিষ্ঠানের সঙ্গে পার্কের জমিটির ইজারা চুক্তি নবায়ন করে নগর সংস্থা। তখন চসিকের মেয়র ছিলেন আ জ ম নাছির উদ্দীন।

এরপর ২০২০ সালের ৮ সেপ্টেম্বর পার্কটি অপসারণের দাবিতে ‘নাগরিক উদ্যোগ’ নামের একটি সংগঠন মানববন্ধন করেছিল। ওই সংগঠনের প্রধান উপদেষ্টা ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন। চসিকের প্রশাসক হিসাবে ৬ মাসের দায়িত্ব পালনকালে সুজনও পার্কটি বিকল্প স্থানে সরানোর উদ্যোগ নেন।

Check Also

দাম নির্ধারণ হলে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের, বাস্তবায়ন চান ক্রেতারা

ঘোষণা ডেস্ক :ইলিশের মূল্য নির্ধারণ হলে বিক্রি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। এমনিতে আড়তে ইলিশ কম …