
ঘোষণা ডেস্ক : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, যে কোনো মূল্যে চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধ করতে হবে। পাহাড় কাটায় জড়িতদের ছাড় দেওয়া যাবে না। এজন্য সারাদেশে কমিটি করে দেব। প্রয়োজনে নানা নির্দেশনা জারি করব। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পাহাড় কাটা বন্ধ করতে হবে। পাহাড়, নদী, সমুদ্রের এই চট্টগ্রামকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।
বৃহস্পতিবার(১৯ অক্টোবর) বন্দর নগরীর পেনিনসুলা হোটেলে চট্টগ্রামের পাহাড় কাটা বিপর্যয় রোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও এলআরডি যৌথভাবে এই সভার আয়োজন করে।
ভূমিমন্ত্রী বলেন, ‘পাহাড়কে রক্ষা করতে প্রশাসনকে অবশ্যই দায়িত্বশীল থাকতে হবে। পাহাড়গুলোকে অবশ্যই সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। কোন পাহাড়ের কী অবস্থা তার সঠিক চিত্র তুলে ধরতে আমরা স্যাটেলাইট ইমেজ সংরক্ষণ করছি। চট্টগ্রামে অনেক পাহাড় ধ্বংস হয়ে গেছে; আর করতে দেওয়া হবে না।’
স্বাগত বক্তব্যে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘চট্টগ্রামের পাহাড় রক্ষায় আমরা এ পর্যন্ত যেসব প্রস্তাব, সুপারিশ, নীতিমালা গ্রহণের কথা বলে আসছি, তার কোনো কিছু এখনও গৃহীত হয়নি। এ কারণে আমরা পাহাড় পরিদর্শনে গিয়ে হামলার শিকার হচ্ছি।’
সভায় প্রবন্ধ উপস্থাপন করেন চবির বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কামাল হোসাইন। জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন-পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম সভাপতি সেকান্দার খান, ডিআইজি অফিসের গোয়েন্দা বিভাগের পুলিশ সুপার সফিজুল ইসলাম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, চবির সাবেক অধ্যাপক শফিক হায়দার চৌধুরী প্রমুখ।