শিরোনাম
Home / অপরাধ / পরিছন্নকর্মীদের যৌন নিপীড়নের অভিযোগে চসিকের ওয়ার্ড সচিব সাময়িক বরখাস্ত

পরিছন্নকর্মীদের যৌন নিপীড়নের অভিযোগে চসিকের ওয়ার্ড সচিব সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : পরিছন্নকর্মীদের যৌন নিপীড়নের অভিযোগে চসিকের ২০ নং ওয়ার্ড সচিব মোতাহের হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ওয়ার্ড  সচিবকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা যায়, গত ১১ অক্টোবর কয়েকজন পরিচ্ছন্নকর্মী মেয়রের কাছে অভিযোগ করেন ওয়ার্ড সচিব মোতাহের হোসেন দীর্ঘদিন ধরে নানা অজুহাতে ভয়ভীতি দেখিয়ে ওয়ার্ডের মহিলা ও পুরুষ পরিচ্ছন্নকর্মীদের যৌন নিপীড়ন করে আসছেন। নিয়ম অনুযায়ী ওয়ার্ডের সুপারভাইজারের পরিচ্ছন্ন কার্যক্রম তদারক করার কথা। কিন্তু মোতাহের সেই নিয়ম ভেঙে পরিচ্ছন্ন কার্যক্রম তদারকির নামে তাদের হয়রানি করে আসছেন।

কোনো কারণে কেউ নির্ধারিত সময়ের পরে এলে তাকে মোতাহেরের বিকৃত যৌন নিপীড়েনের শিকার হতে হয় বলেও অভিযোগ পরিচ্ছন্নকর্মীদের।

এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মোতাহের হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ তদন্তের জন্য প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Check Also

চট্টগ্রামে জনতা ব্যাংকের কথিত সিবিএ নেতা জসীমের দাপটে সাধারণ কর্মচারীরা অসহায়

বিশেষ প্রতিনিধি :ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরশাসকের মসনদ ভেঙ্গে তছনছ হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ঘাপটি মেরে …