শিরোনাম
Home / অপরাধ / রংপুরে নারীর গোসলের দৃশ্য ধারণ: বিএডিসি কর্মকর্তা গ্রেফতার

রংপুরে নারীর গোসলের দৃশ্য ধারণ: বিএডিসি কর্মকর্তা গ্রেফতার

ঘোষণা ডেস্ক : বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক নারীর গোসল করার দৃশ্য মোবাইলে ধারণ করার অভিযোগে জাফরুল হাসান জুয়েল নামে বিএডিসির সহকারী পরিচালককে গ্রেফতার করেছ রংপুর মেট্রোপলিটন পুলিশ।

ঘটনার শিকার ওই নারীর স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।

রোববার (১৫ অক্টোবর) সকালে রংপুর নগরীর মুন্সিপাড়া মোড় এলাকা থেকে আরপিএমপি কোতোয়ালি থানা পুলিশ বিএডিসির ওই কর্মকর্তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান।

গ্রেফতারকৃত জুয়েল বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন রংপুরে সহকারী পরিচালক পদে কর্মরত রয়েছেন।

ওসি মাহফুজার রহমান জানান, ভুক্তভোগী নারীর স্বামী বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে মোবাইল ক্যামেরা দিয়ে দৃশ্য ধারণ করার অভিযোগে মামলা করলে আমরা অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। আইনগত প্রক্রিয়া শেষে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এ বিষয়ে সবজি বীজ উৎপাদন খামার বিএডিসি রংপুরের উপ-পরিচালক নির্মলায় কুমার দাস বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করব। ঊর্ধ্বতনরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

Check Also

মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম মহানগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান কাকনকে …