শিরোনাম
Home / রাজনীতি / যুক্তরাষ্ট্রের কথায় গুরুত্ব দেয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কথায় গুরুত্ব দেয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

ঘোষণা ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই। মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সুপারিশগুলোকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ভাবি না। এটা নিয়ে অত হৈচৈয়ের কোনো কারণ নেই।

তিনি বলেন, তারা (যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল) তাদের বক্তব্য দিয়েছে। আমরা একে স্বাগত জানাই। অনেকেই অনেক ধরনের অপিনিয়ন দেয়। কিন্তু এগুলো আমরা গ্রহণ করব কি করব না, সেটা আমাদের বিষয়।

রোববার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রাক্‌-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঁচটি সুপারিশ করেছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা তাদের বক্তব্য দিয়েছে। আমরা একে স্বাগত জানাই। সব সময় আমরা সংলাপ করে যাচ্ছি বিভিন্ন দলের সঙ্গে। আমাদের তাতে কোনো আপত্তি নেই। তারাও সংলাপ করুক, তারা যদি চায়। আমরা একটা স্বাধীন কমিশন তৈরি করেছি, যেটা তারা বলেছে। সুতরাং এটাতে আমাদের কোনো আপত্তি নেই।

নির্বাচন একটি খেলা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের লোকেরা এসে সাক্ষাৎ করছেন দ্বিপাক্ষিক আলোচনার জন্য। সেই ফাঁকে কেউ কেউ নির্বাচনের কথা বলেন। আর এটা আপনাদের (সাংবাদিকদের উদ্দেশে) হট টপিক। তারা খুব মজা পান, বাংলাদেশের মিডিয়া তাদের পাত্তা দেয়। এজন্য তারা উপভোগ করেন।

তিনি বলেন, দুনিয়ার বেশিরভাগ দেশে নির্বাচন পর্যবেক্ষণ নেই। কিন্তু সে দেশগুলো ভালো চলছে। আমেরিকায় কোনো নির্বাচন পর্যবেক্ষণ নেই। অথচ তাদের দেশের লোক বাংলাদেশে এসে যদি নির্বাচন পর্যবেক্ষণের কথা বলে, এটা দুঃখজনক।

তিনি বলেন, আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা আমাদের কাছে আসে। তারা (বিদেশিরা) আসে, তারা অনুরোধ করে। দেখেন, আমেরিকার কত লোক আসছে আমাদের কাছে। আমরা তাদের কাছে যাই না। তারা আমাদের মিশনে এসে দেখা করেছে। আমরা তাদের হাউজে যাই না। তারা এসেছে আমাদের দপ্তরে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই সব লোক ভোট দিক, সব দল ভোটে অংশ নিক। এটা নতুন কিছু নয়। তারা একটা ফরমায়েশি দিয়েছে, ভালো। তবে মতামত, এটা খুব গুরত্বপূর্ণ বলে আমরা মনে করি না। আপনাদের (সাংবাদিকদের) এটা নিয়ে এত হৈচৈ করার কোনো প্রয়োজন নেই।

Check Also

এইচএসসি পরীক্ষার জন্য ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

ঘোষণা ডেস্ক :চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে …