শিরোনাম
Home / রাজনীতি / খালেদা জিয়ার জন্য দেশে আর কোনো চিকিৎসা নেই: মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার জন্য দেশে আর কোনো চিকিৎসা নেই: মেডিকেল বোর্ড

ঘোষণা ডেস্ক : লিভার সিরোসিসে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশে আর কোনো চিকিৎসা নেই বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। বিএনপি চেয়ারপারসনকে বিদেশে উন্নত কোনো সেন্টারে চিকিৎসার ব্যবস্থা করতে আবারও সুপারিশ করেছে তার এই মেডিকেল বোর্ড।

সোমবার (৯ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা বর্ণনা করে মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য ডা. এফএম সিদ্দিকী বলেন, ‘আমরা এমন একটা অবস্থায় উপনীত হয়েছি এখন আমাদের চিকিৎসার সকল অপশনগুলো প্রায় শেষ হয়ে গেছে। আমাদের হাতে আর কোনো অপশন নেই। দুই বছর আগেও সাবেক এই প্রধানমন্ত্রীর পেটে পানি জমত না এবং রক্তক্ষরণও হতো না। যেটা এখন হচ্ছে। চিকিৎসক হিসেবে চোখের সামনে একটি প্রতিকারযোগ্য অসুস্থতা যেটা করা সম্ভব, কিন্তু করা যাচ্ছে না বলে একজন রোগী ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছেন। যেটা বহন করা আমাদের পক্ষে কঠিন। এখনও সময় শেষ হয়ে যায়নি। আমি মেডিকেল বোর্ডের সর্বসস্মতভাবে সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে বলতে চাই, যদি বিদেশে উন্নত কোনো সেন্টারে নিয়ে গিয়ে টিপস পরানো যায়, লিভার ট্রান্স প্ল্যান্ট করানো যায় তাহলে হয়ত আমাদের হাতে অপশন আছে, উনার অবস্থার হয়ত উন্নতি ঘটাতে পারব।’

তিনি আরও বলেন, ‘যদি টিপস পরানো হয়, তাহলে উনার বুকে পেটে যে পানি আসছে এটা হবে না, উনার ব্লিডিংও হবে না। লিভার ট্রান্সপ্লান্টেশন বাংলাদেশে হয় না।’

ডা. এ কিউ এম মহসিন বলেন, ‘লিভার ট্রান্সপ্ল্যান্ট সেটআপ আমাদের দেশে এখনও তৈরী হয়নি। আর খালেদা জিয়ার মতো ক্রিটিক্যাল রোগী…।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. নুরুন উদ্দিন আহমেদ বলেন, ‘ম্যাডামের অনেকগুলি অসুখের মধ্যে লিভার সিরোসিসের কারণে অনেক কষ্ট পাচ্ছেন। বার বার পানি বের করা এবং অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা ছাড়া এই মুহুর্তে দেশে আমাদের হাতে আর কোনো চিকিৎসা নেই। এই অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করাতে করতে একটা সময় রেসিসট্রেন ডেভেলপ করে যাচ্ছে। অনেক উচ্চমানের অ্যান্টিবায়োটিকও উনার মধ্যে কাজ করছে না। এতে করে একটি বড় রকমের ঝুঁকির মধ্যে আছেন তিনি। প্রকৃত চিকিৎসা করার সুযোগ এখনও বিদেশে উন্নত কোনো সেন্টারে আছে। টিপস করা। এটা করা হলে পানি জমা বন্ধ হবে। তবে লিভার সুস্থ হবে না। লিভার সুস্থ করার একমাত্র উপায় হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্টেশন করা। এসবের জন্য বিদেশে উন্নত সেন্টার রয়েছে। সেখানে নেওয়া গেলে সম্ভব হবে।’

তিনি বলেন, ‘আমরা কতদিন এভাবে তার চিকিৎসা চালিয়ে নেব। বর্তমান অবস্থায় উনার মৃত্যু ঝুঁকি অত্যন্ত বেশি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. এফএম সিদ্দিকী, ডা. এ কিউ এম মহসিন, ডা. নুরুউদ্দিন আহমেদ, নুরুন উদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. শামসুল আরেফিন, ডা. শেখ ফরিদ আহমেদ, ডা. এস এম এ জাফর, ডা. আহসানুল আমিন, ডা. আল মামুন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. রফিকুল ইসলাম।

Check Also

অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৫৭৯ কর্মকর্তা

ঘোষণা ডেস্ক :মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাঠ পর্যায়ের উপ-পরিচালক থেকে উপ-পরিদর্শক পর্যায়ের ৫৭৯ জন কর্মকর্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *