শিরোনাম
Home / আদালত / আদালতের সংবাদ পরিবেশনে সতর্কতার আহ্বান প্রধান বিচারপতির

আদালতের সংবাদ পরিবেশনে সতর্কতার আহ্বান প্রধান বিচারপতির

ঘোষণা ডেস্ক : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচারকরা সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে কোনো বক্তব্য প্রদান করতে পারেন না। তাই সাংবাদিকদের প্রতি অনুরোধ থাকবে, আদালত বা বিচারক সম্পর্কিত কোনো সংবাদ পরিবেশনে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন।

রোববার (৮ অক্টোবর) আপিল বিভাগের এজলাস কক্ষে তাকে সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে এ সংর্বধনা দেওয়া হয়।

প্রধান বিচারপতি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদপত্র দেশের সমাজ ব্যবস্থার প্রতিবিম্ব। আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অনস্বীকার্য। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যেসব সাংবাদিক এ অঙ্গনে কাজ করেন তাদের বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ের মাধ্যমে দেশের সাধারণ নাগরিকরা বিচারাঙ্গন সম্বন্ধে ধারণা পান। যেহেতু বিচারকরা সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে কোনো বক্তব্য প্রদান করতে পারেন না, তাই সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে আদালত বা বিচারক সম্পর্কিত কোনো সংবাদ পরিবেশনে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা বা সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের কাছ থেকে সম্যক ধারণা নিয়ে সংবাদ পরিবেশন করবেন।

এসময় সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের জন্য নতুন কার্যালয় বরাদ্দের আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনাদের বসার জন্য আমার পূর্বসূরি একজন মাননীয় প্রধান বিচারপতি বার ভবনে একটি কক্ষ বরাদ্দ দিয়েছেন। সেখানে স্থানের কিছুটা অপ্রতুলতা আছে বলে শুনেছি। আপনাদের জন্য আরও একটু বেশি জায়গার ব্যবস্থা করা যায় কি না, বিষয়টি আমি সক্রিয় বিবেচনায় রাখবো।

Check Also

যৌথ বাহিনীর অভিযান : ২৬ দিনে সারাদেশে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

ঘোষণা ডেস্ক : অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে ২৬ দিনে সারা দেশে ২৪৩টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *