শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে বাবাকে হত্যার পর লাশ টুকরো করে ফেলে দেয়ার ঘটনায় ঘাতক ছেলে গ্রেফতার

চট্টগ্রামে বাবাকে হত্যার পর লাশ টুকরো করে ফেলে দেয়ার ঘটনায় ঘাতক ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর ইপিজেডে বাবাকে হত্যার পর কেটে টুকরো টুকরো করে লাগেজে ভরে ফেলে দেয়ার ঘটনায় ছেলে শফিকুর রহমান জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পিবিআই। শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার হাজারিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে শনিবার সকালে নিহতের কাটা মাথা উদ্ধারে গ্রেফতারকৃত আসামি শফিকুরকে সাথে নিয়ে ফের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় তল্লাশি শুরু করেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর কর্মকর্তারা।

এর আগে গত ২ অক্টোবর জাহাঙ্গীরের স্ত্রী আনারকলিকে নিয়ে তল্লাশি চালানো হয়েছিল। গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর পতেঙ্গা এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির টুকরো টুকরো শরীরের বিভিন্ন অংশ ভর্তি একটি ট্রলিব্যাগ পাওয়া যায়। কিন্তু সে ব্যাগে ছিলো না খন্ডিত মাথা।

ঘটনার পর হত্যার শিকার ব্যক্তির পরিচয় শনাক্ত ও হত্যা রহস্য উন্মোচনে মাঠে নামেন পিবিআই কর্মকর্তারা। তারা প্রথমে ফিঙ্গার প্রিন্টের সহায়তায় নিহত ব্যক্তি বাঁশখালীর উপজেলার কাথারিয়া এলাকার মো. হাসান বলে শনাক্ত করেন।

পরে হত্যা রহস্য উন্মোচন করতে গিয়ে পিবিআই কর্মকর্তারা জানতে পারেন প্রায় ৩০ বছর ধরে ভুক্তভোগী হাসানের সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল না। বছরখানেক আগে হঠাৎ তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নগরীর একটি বাসায় স্ত্রী-সন্তানরা মিলে হাসানকে হত্যা করে লাশ টুকরো টুকরো করে ফেলে দেয়।

হত্যাকাণ্ডের ঘটনায় এরইমধ্যে ভুক্তভোগী হাসানের স্ত্রী ছেনোয়ারা বেগম ও তাদের বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই।

Check Also

চট্টগ্রামে বৈষম্যবিরোধী পরিচয়ে বাসায় ঢুকে চাকরিজীবীকে অপহরণ, গ্রেফতার ৪

বিশেষ প্রতিনিধি : ‘বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি’ পরিচয়ে চট্টগ্রামের প্যাসিফিক জিন্সের সহকারী মহাব্যবস্থাপককে অপহরণ করেছে একদল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *