Home / রাজনীতি / বিএনপিকে ওবায়দুল কাদের: অনুমতি ছাড়া সমাবেশ করলে খবর আছে

বিএনপিকে ওবায়দুল কাদের: অনুমতি ছাড়া সমাবেশ করলে খবর আছে

ঘোষণা ডেস্ক : বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এ সরকারকে অবৈধ বলেন, কিন্তু মিটিং করতে হলে সরকারের অনুমতি নিতে হবে। না নিলে খবর আছে। অনুমতি না নিলে পালাবার পথ পাবেন না। পালিয়ে যেতে হবে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে জিজ্ঞেস করতে চাই- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কই? ভুয়া আল্টিমেটাম, এক দফা ভুয়া, বিএনপি হচ্ছে ভুয়া, আন্দোলন ভুয়া, ক্ষমতা দখল ভুয়া। তারা (বিএনপি) বলে শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাবে; সেদিন আর বেশি দূরে না বিএনপির রাজনীতি কবরস্থানে যাবে। কবরস্থানে যাওয়ার সময় হয়েছে।

তিনি বলেন, বিএনপির হাতে দেশ নিরাপদ নয়, স্বচ্ছ নির্বাচন নিরাপদ নয়, মুক্তিযুদ্ধ নিরাপদ নয়, স্বাধীনতার আদর্শ নিরাপদ নয়। ওরা ৭১ এর বাংলাদেশ চায় না। ওরা চায় খুন আর সন্ত্রাসের বাংলাদেশ, ওরা চায় দুর্নীতি আর স্বৈরাচারের বাংলাদেশ।

তিনি আরও বলেন, সামনে নভেম্বর, তারপরে ডিসেম্বর, তারপরে জানুয়ারি, ফাইনাল খেলা। খেলা হবে।

প্রস্তুত হয়ে যান, নেত্রী আসছেন। আপনাদের ডাক দেবেন, যখনই ডাক দেবেন রাস্তায় নেমে আসতে হবে। যারা রাস্তা দখল করতে আসবে তাদের খবর আছে। যারা আগুন নিয়ে আসবে তাদের হাত আগুনে জ্বালিয়ে দেব, যারা মারতে আসবে তাদের হাত ভেঙে দেব।

Check Also

এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৭৮.৬৪ শতাংশ

ঘোষণা ডেস্ক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *