শিরোনাম
Home / রাজনীতি / ছাত্রদলের নেতৃত্বে ১৫ সংগঠনের ছাত্র ঐক্যের আত্মপ্রকাশ, রাখা হয়নি শিবিরকে

ছাত্রদলের নেতৃত্বে ১৫ সংগঠনের ছাত্র ঐক্যের আত্মপ্রকাশ, রাখা হয়নি শিবিরকে

ঘোষণা ডেস্ক : সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর ১৫টি ছাত্র সংগঠনকে নিয়ে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য’ ঘোষণা করা হয়েছে। তবে এই ঐক্যে শিবিরকে রাখা হয়নি। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক ছাত্র প্রতিনিধি সভায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই ছাত্র ঐক্য গঠনের ঘোষণা দেন।

এসময় সাইফ মাহমুদ জুয়েল বলেন, ভোটাধিকার, সন্ত্রাস-দখলমুক্ত নিরাপদ ক্যাম্পাস, সর্বজনীন শিক্ষাব্যবস্থা এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র আন্দোলন গড়ে তোলাই এ ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের লক্ষ্য। এ ছাত্র ঐক্য বিএনপির সরকারবিরোধী এক দফার যুগপৎ আন্দোলনের সহযোগী শক্তি হিসেবে কাজ করবে।

ছাত্র ঐক্যের সমন্বয়কারী করা হয়েছে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানকে।

ছাত্র ঐক্যের ১৫টি সংগঠন হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), নাগরিক ছাত্র ঐক্য, জাগপা ছাত্রলীগ, ছাত্র ফোরাম (গণফোরাম মন্টু), ভাসানী ছাত্র পরিষদ, জাতীয় ছাত্রসমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্রসমাজ (পার্থ), জাগপা ছাত্রলীগ (লুৎফর), ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সংহতি এবং রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন।

Check Also

১৫ ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট পাবেন প্রবাসীরা: আইন উপদেষ্টা

ঘোষণা ডেস্ক :প্রবাসীদের পাসপোর্ট সমস্যা দ্রুত নিরসনের আভাস দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *