শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন দোস্ত বিল্ডিয়ে পুলিশের হানা: হাতেনাতে ধরা ১৬ জুয়াড়ি

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন দোস্ত বিল্ডিয়ে পুলিশের হানা: হাতেনাতে ধরা ১৬ জুয়াড়ি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন দোস্ত বিল্ডিং থেকে ১৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৭ হাজার ৪০০ টাকা ও ৪ প্যাকেট জুয়া খেলার (তাস) জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল সেখানে নিয়মিত জুয়ার আসর বসছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে দোস্ত বিল্ডিংয়ের ৩য় তলার শিল্পী একাডেমির ভেতর থেকে জুয়া খেলা চলাকালীন ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৭ হাজার ৪০০ টাকা ও ৪ প্যাকেট জুয়া খেলার (তাস) জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের সিএমপি অর্ডিন্যান্স’র ৯৪ ধারার অপরাধে গ্রেপ্তারপূর্বক আদালতে সৌপর্দ করা হয়েছে।

Check Also

ফেসবুকে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা  গ্রেপ্তার

ঘোষণা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, দেশের প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার …