নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে চাঁদাবাজি করতে গিয়ে কামরুল হুদা নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তা পুলিশের হাতে আটক হয়েছেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পাঁচলাইশ এলাকার বিমল ধর নামে এক স্বর্ণকারের কাছ থেকে মামলার ফাঁদে ফেলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন। নগরীর হাজারি গলিতে বিমল ধরের সোনার ব্যবসা রয়েছে।
আটক কামরুল হুদা দুদকের সহকারী উপ-পরিদর্শক পদে কুমিল্লা জেলা কার্যালয়ে পদায়িত আছেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সন্তোষ কুমার চাকমা। আটক কামরুল হুদার বাসা চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায়।
এ বিষয়ে জানতে চাইলে দুদক চট্টগ্রাম কার্যালয়ের দায়িত্বশীল কেউ মুখ খুলতে রাজি হননি। তবে দুদকের একটি সূত্র জানিয়েছে, কামরুল হুদা নামে দুদকের ওই এএসআই পাঁচলাইশ থানায় আটকের খবরে দুদক চট্টগ্রামের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা পাঁচলাইশ থানায় যান। গভীর রাত পর্যন্ত তারা থানায় ছিলেন।
দুদকের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, কামরুল হুদা দুদকের এএসআই। এর আগেও রাঙ্গামাটিতে পদায়িত থাকার সময়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে জনতার হাতে আটক হয়ে গণপিটুনির শিকার হয়েছিলেন।