Home / অপরাধ / চট্টগ্রামে এইচএসসি পাশ করে নিউরোলজির বিশেষজ্ঞ ডাক্তার: ২ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে এইচএসসি পাশ করে নিউরোলজির বিশেষজ্ঞ ডাক্তার: ২ মাসের কারাদণ্ড

এম. জিয়াউল হক : চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এইচএসসি পাশ করে তিনি নিউরোলজি বিশেষজ্ঞ পরিচয়ে রোগীদের সাথে চিকিৎসার নামে প্রতারণা করতেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চকবাজার থানার প্যারেড কর্নার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত ওই ডাক্তারের নাম- মোহাম্মদ খোরশেদ আলম (৪৫)।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খোরশেদ আলমের কোনো ডিগ্রি নেই। পড়াশোনায় মাত্র এইচএসসি পাশ করলেও ২০০৭ সাল থেকেই তিনি এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি) ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দিয়ে আসছিলেন। চেম্বার করতেন জামালখানের আল্ট্রা অ্যাসে ডায়াগনস্টিক সেন্টারে। রোগী দেখার ভিজিট নিতেন ২০০০ টাক। চকবাজার এলাকায় এক রোগীর বাসায় ভিজিটে আসলে রোগীর স্বজনদের সন্দেহ হয়। তখন তারা পরিচিত এক ডাক্তারকে জানালে ঐ ডাক্তার জানান খোরশেদ ভুয়া চিকিৎসক। তৎক্ষনাৎ বিষয়টি সিভিল সার্জনকে জানালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনে অভিযুক্ত চিকিৎসককে ২ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

Check Also

চট্টগ্রামের মুরাদপুরে মানবপাচারের সংবাদ সংগ্রহের সময় হামলার ঘটনায় গ্রেফতার ১

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ফরেস্ট রোডস্থ সামারহিলের একটি বাসায় পাচারের জন্য ১৪-১৫ জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *