শিরোনাম
Home / অপরাধ / চুরির টাকায় কেনা গহনা নিয়ে বিয়ে করতে যাওয়ার আগে পুলিশের হাতে ধরা

চুরির টাকায় কেনা গহনা নিয়ে বিয়ে করতে যাওয়ার আগে পুলিশের হাতে ধরা

নিজস্ব প্রতিবেদক :চুরির টাকায় কেনা অলংকার নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন মো. লিটন হাওলাদার ইমন (২৫) নামের এক ব্যক্তি। কিন্তু বিধি বাম। বিয়ের আগেই পুলিশের হাতে ধরা পড়েন তিনি। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) রাতে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন চামকী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভুইয়া গ্রামে অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করে চট্টগ্রাম নগরীর বন্দর থানা পুলিশ।

এসময় তার কাছ থেকে চুরি করা টাকার মধ্যে নগদ ১০ হাজার টাকা, চুরির টাকায় কেনা এক জোড়া কানের দুল, একটি নাকফুল উদ্ধার করে পুলিশ। এর আগে গত রোববার দিনগত রাতে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার ঢাকাইয়া কলোনির রনি স্টোর নামের এক মুদির দোকানে এ চুরির ঘটনা ঘটনা ঘটে।

গ্রেফতার ইমন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানাধীন মরিচবুনিয়া ইউনিয়নের দত্তের পশার বুনিয়া গ্রামের প্রয়াত রুহুল আমীন হাওলাদারের ছেলে। গ্রেফতার ইমনকে বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সনজয় কুমার সিনহা।

তিনি জাগো নিউজকে বলেন, গত রোববার দিনগত রাতে দক্ষিণ মধ্যম হালিশহরের ডাকাইয়া কলোনির রনি স্টোর নামের একটি মুদি দোকান চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক মো. নাঈম মোল্লা বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে দোকান থেকে এক লাখ ৩৫ হাজার টাকা চুরির অভিযোগ করেন বাদী।

ঘটনা তদন্তে নেমে ঘটনাস্থলসহ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার মূল হোতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামি লিটন হাওলাদার ইমন স্বীকার করেছেন চুরির টাকায় বিয়ে করার জন্য তিনি কানের দুল ও নাকফুল কিনেছেন। এসব স্বর্ণালংকার উদ্ধার ও জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

Check Also

চট্টগ্রামে ইয়াবা বেচা-কেনায় কারারক্ষী!

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে ইয়াবাসহ মো. শাহাব উদ্দিন (২৮) ও তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *