শিরোনাম
Home / রাজনীতি / বিএনপির আরও অনেক নেতা তৃণমূল বিএনপিতে যাবে: তথ্যমন্ত্রী

বিএনপির আরও অনেক নেতা তৃণমূল বিএনপিতে যাবে: তথ্যমন্ত্রী

ঘোষণা ডেস্ক : বিএনপির সাবেক নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারের মতো দলটির আরো অনেক নেতা ‘তৃণমূল বিএনপি’তে যোগ দেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘একটু অপেক্ষা করুন দেখতে পাবেন।’ তবে কারা আসতে পারেন তাদের কারো নাম উল্লেখ করেননি মন্ত্রী।

বুধবার(২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যে দল নেতাদের সম্মান দিতে জানে না, কাউকে নির্বাচন করতে দেয় না, সেই দল তো সবাই করবে না।

বিএনপির সরকার পতনের আন্দোলন আর নির্বাচনে আসা- না আসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। ২০১৮ সালের নির্বাচনে তারা যেমন বলেছিল নির্বাচনে অংশ নেবে না কিন্তু শেষমেষ অংশ নিয়েছিল। এবারও তাদের এখনকার বক্তব্য আর এক মাস আগের বক্তব্যের মধ্যে কিছুটা তফাৎ আছে। যারা একটু অনুসন্ধিৎসু তারা এটা বুঝতে পারেন।

‘গতবার যেমন গাধা জল ঘোলা করে খেয়েছিল এবার কি করে সেটা দেখার বিষয়’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, একটি গণমুখী রাজনৈতিক দল যদি ক্রমাগতভাবে নির্বাচন বর্জন করে তাহলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিএনপি নির্বাচনে জেতার গ্যারান্টি চায়। কাউকে নির্বাচনে জেতার গ্যারান্টি তো সরকার, নির্বাচন কমিশন কেউ দিতে পারবে না। আমরা চাই তারা নির্বাচনে আসুক। আর মির্জা আব্বাসরা গত সাড়ে ১৪ বছর সরকার পতনের কথা বলছেন, এটা নতুন কিছু নয়।’

নিজের কানাডা সফরের বিষয়ে তথ্যমন্ত্রী জানান, টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ১৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু বায়োপিক ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমার প্রথম প্রদর্শনী হয়েছে। ২ ঘণ্টা ৫৮ মিনিটের বিরতিহীন এ প্রদর্শনীতে একজন দর্শকও আসন থেকে নড়েননি। সেখানে বাংলাদেশি, ভারতীয় ছাড়াও বিভিন্ন দেশের দর্শক ছিলেন, প্রত্যেকেই সিনেমাটির প্রশংসা করেছেন। সিনেমাটি প্রকৃতপক্ষে আমাদের ইতিহাসের দলিল হয়ে থাকবে। আগামী মাসে আমরা বায়োপিকটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।

এ সময় ড. হাছান জানান, দেশে ফেরার পথে সিঙ্গাপুরে চিকিৎসাধীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিকে দেখতে গিয়েছিলাম। তিনি খুবই ভালো আছেন। দেশে নানা আলোচনা হয়েছে কিন্তু আমি দেখেছি তার শারীরিক ও মানসিক অবস্থা খুবই ভালো।

Check Also

১৫ ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট পাবেন প্রবাসীরা: আইন উপদেষ্টা

ঘোষণা ডেস্ক :প্রবাসীদের পাসপোর্ট সমস্যা দ্রুত নিরসনের আভাস দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *