শিরোনাম
Home / অপরাধ / ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শিক্ষক বললেন ‘শয়তান করিয়েছে’

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শিক্ষক বললেন ‘শয়তান করিয়েছে’

ঘোষণা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদ্রাসা শিক্ষক মাওলানা মো. শিহাব উদ্দিন (৩০) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সালেহ আহম্মদের ছেলে। তিনি নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর জামিয়া ইসলামিয়া তালিমুন্নেছা মদিনাতুল উলুম মহিলা মাদরাসার শিক্ষক।

মামলার এজাহারে ভুক্তভোগীর মা উল্লেখ করেন, মাদ্রাসার শিক্ষক শিহাব উদ্দিন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু শিক্ষকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক সপ্তাহ আগে জোরপূর্বক মাদরাসা কক্ষে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করেন। এরপর জান্নাতের প্রলোভন দেখিয়ে শুক্রবার আবারো ধর্ষণ করেন। পরে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ওই শিক্ষার্থীর মা শুক্রবার রাতে নাসিরনগর থানায় ধর্ষণের অভিযোগ এনে শিহাবকে প্রধান আসামি করে এজাহার দাখিল করেন। এজাহারের পর শনিবার অভিযান চালিয়ে পাশের হবিগঞ্জ জেলার লাখাই থানা এলাকা থেকে মাদরাসা শিক্ষক শিহাবকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন হুজুর। তার দাবি শয়তানের প্ররোচনায় পড়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেছেন তিনি। তাকে আদালতের মাধ্যমে আজ দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

Check Also

চট্টগ্রামে ইয়াবা বেচা-কেনায় কারারক্ষী!

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে ইয়াবাসহ মো. শাহাব উদ্দিন (২৮) ও তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *