শিরোনাম
Home / রাজনীতি / খালেদা জিয়া এখন দলীয় কোন নির্দেশনা দেন না: ফখরুল

খালেদা জিয়া এখন দলীয় কোন নির্দেশনা দেন না: ফখরুল

ঘোষণা ডেস্ক : চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন দলীয় কোনও নির্দেশনা দেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতারা দেখা করার পর মঞ্চের শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছিলেন, আওয়ামী সরকারের নির্বাচনে ফাঁদে পা না দিয়ে বেগম খালেদা জিয়া আন্দোলন চালিয়ে নিতে বলছেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির মহাসচিব বলেন, কে কী বলেছেন জানি না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, স্ট্যান্ডিং কমিটি আছে। সেভাবেই সিদ্ধান্ত হয়। তিনি আরও বলেন, চেয়ারপারসন অসুস্থ। তিনি কোনও দলীয় নির্দেশনা দেন না, এসবের মধ্যে টানবেন না।

এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের প্রতি যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

এছাড়াও সংবাদ সম্মেলনে মানবাধিকার সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এসএম নাসিরউদ্দিন এলানকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব। অবিলম্বে দুই মানবাধিকার কর্মীর মুক্তির দাবি জানান তিনি।

বিএনপির নতুন কর্মসূচির বিষয়ে মির্জা ফখরুল বলেন, একদফা দাবি এবং তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর রংপুর এবং রাজশাহী বিভাগে তারুণ্যের রোডমার্চ ঘোষণা করবে আমাদের তিন সংগঠন। আগামী ১৮ সেপ্টেম্বর একদফা দাবিতে ধারাবাহিক যুগপৎ কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনের আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

Check Also

অপরাধ দমনে মাঠে থাকবেন ৬৫৩ জন বিচারিক হাকিম

ঘোষণা ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অপরাধের বিচার করার জন্য মাঠে থাকবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *