শিরোনাম
Home / অপরাধ / সীতাকুন্ডের সলিমপুরে উচ্ছেদ অভিযানে হামলা: ইউএনও-ওসিসহ আহত ১০

সীতাকুন্ডের সলিমপুরে উচ্ছেদ অভিযানে হামলা: ইউএনও-ওসিসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরে উচ্ছেদ অভিযানের প্রশাসনের ওপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে অবৈধ দখলদাররা। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সীতাকুন্ড থানার ওসিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে তিন হামলাকারীকে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে অভিযান শেষ করে ফেরার পথে হঠাৎ কয়েকশ নারী-পুরুষ পাহাড়ের চূড়ায় উঠে অতর্কিতভাবে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে থাকে।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমিসহ বেশ কয়েকজন আহত হই। অতর্কিত ছোড়া পাথর আমাদের শরীরের বিভিন্ন স্থানে এসে পড়ে। আহতরা ভাটিয়ারীর বিএসবিএ হাসপাতাল ও সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিচ্ছে। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

একই কথা বলেছেন সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আলাউদ্দিন। তিনি বলেন, অভিযান শেষ করে ফেরার পথে অতর্কিতভাবে পাহাড়ের আড়াল থেকে কয়েকজন নারী-পুরুষ পাথর ছুঁড়তে থাকে। এতে ইউএনও স্যারসহ কয়েকজন আহত হন।

উপজেলা প্রশাসন ও থানা সূত্র জানায়, চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গত বছর দখলদারদের উচ্ছেদ করে সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে ১০ একর সরকারি খাস জমি উদ্ধার করে হাসপাতালের জন্য নির্ধারণ করা হয়। সে সময় প্রশাসন কর্তৃক সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়।

কিন্তু তার কিছুদিন পর থেকে দখলদাররা পুনরায় উদ্ধার জমি দখল করে নেয়। পূর্বে উদ্ধার জমি বৃহস্পতিবার পুনরুদ্ধার করতে প্রশাসন আবারও অভিযান চালায়। সকাল ৯টা থেকে চলমান অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসন, সীতাকুন্ড উপজেলা প্রশাসন, র‍্যাব, এপিবিএন, পুলিশ ও আনসারের ২৫০ সদস্য অংশ নেয়।

অভিযানের শেষ পর্যায়ে বিকেল ৪টার দিকে হঠাৎ কয়েকশ নারী-পুরুষ পাহাড়ের চূড়ায় উঠে প্রশাসনের উপর অতর্কিতভাবে বৃষ্টির মতো পাথর ছুঁড়তে থাকে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হন।

Check Also

সিডিএর নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *