নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় আপন শাশুড়ি রুমা আকতার (৭০)কে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে মেয়ের জামাই। এই ঘটনায় অভিযুক্ত জামাই মোহাম্মদ আজিম (৫৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া এলাকা থেকে মোহাম্মদ আজিমকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ। আগেরদিন সকালে রুমা আক্তারকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। ঘাতক মোহাম্মদ আজিম কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার কলেজ পাড়ার মৃত আলী জোহরের পুত্র। জানা যায়, গত দুই মাস আগে আজিমের বাসায় উঠেন তার শাশুড়ি রুমা আক্তার। রুমা আক্তারের এক ছেলে ও দুই মেয়ে। মেয়ে পারভীন আক্তার ইপিজেডে একটি গার্মেন্টসে চাকরি করতেন। ছেলে আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় মেয়ে পারভীন আক্তার তাকে চট্টগ্রামের বাসায় এনে রাখেন। এ নিয়ে তার স্বামী আজিমের সঙ্গে নানা সময় ঝগড়াঝাটি হতো।
জানা যায়, আজিম তার শাশুড়ির বাসায় থাকা নিয়ে মাঝে মাঝে স্ত্রী ও শাশুড়িকে মারধরও করতেন। রোববার সকালে পারভীন আক্তার গার্মেন্টসে চলে গেলে আজিম তার শাশুড়িকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে গলায় ওড়না পেঁচিয়ে লাশ জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখে।
এ ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, রুমা আক্তার নামে এক বৃদ্ধাকে হত্যার ঘটনায় নিহতের ছেলে জুয়েল তার ভগ্নিপতি আজিমকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। মামলার ভিত্তিতে সোমবার ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া এলাকা থেকে আজিমকে গ্রেপ্তার করা হয়।