শিরোনাম
Home / রাজনীতি / বাংলাদেশ পরাশক্তি দেশের খেলার ক্ষেত্র: ফখরুল

বাংলাদেশ পরাশক্তি দেশের খেলার ক্ষেত্র: ফখরুল

ঘোষণা ডেস্ক : বাংলাদেশ পরাশক্তিগুলোর খেলার ক্ষেত্র হিসেবে ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিচ্ছেন, তাতে পরিষ্কার হয় আওয়ামী লীগ সেই ক্ষেত্র তৈরি করেছে।

শুক্রবার(৮ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে যোগ দেওয়ার আগে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বাংলাদেশ আজ বৃহৎ শক্তিগুলোর মর্যাদার লড়াইয়ের ক্ষেত্র হিসেবে ব্যবহার হচ্ছে। এটা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। এজন্য দায়ি আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়, সেটা প্রমাণিত হয়েছে। বিএনপি নির্বাচন চায়, তবে এ সরকারের অধীনে নয়। তাই সরকারের পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

বিএনপি সংঘাত কিংবা গোলযোগ চায় না জানিয়ে ফখরুল আরও বলেন, তাদের লক্ষ্য একটাই- তা হলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা।

Check Also

১৫ ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট পাবেন প্রবাসীরা: আইন উপদেষ্টা

ঘোষণা ডেস্ক :প্রবাসীদের পাসপোর্ট সমস্যা দ্রুত নিরসনের আভাস দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *