শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামের চান্দগাঁওয়ে অপহৃত শিশু উদ্ধার

চট্টগ্রামের চান্দগাঁওয়ে অপহৃত শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : নগরীর চান্দগাঁওয়ে ২দিন আগে অপহরণের শিকার সাড়ে ৩ বছর বয়সী শিশুটি উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, এক মহিলা শিশুটিকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছিল। পরে পুলিশের অভিযানের মুখে আবার ফেলে রেখে যায়। সেই নারীর পরিচয় শনাক্ত করে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় পুলিশ বক্সের পাশে ছেলেটিকে পাওয়া যায় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. খাইরুল ইসলাম। অপহরণের শিকার শিশু মো. আব্দুল্লাহ নগরীর চান্দগাঁও থানার মোহরা কুলাপাড়ার বাসিন্দা এক দুবাই প্রবাসীর সন্তান।

ওসি খাইরুল ইসলাম জানান, সোমবার(৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নিজ বাসার সামনে থেকে আব্দুল্লাহ অপহরণের শিকার হন। দুপুরে তার মা থানায় গিয়ে এ বিষয়ে অভিযোগ করে মামলা দায়ের করেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাইয়ের পর অভিযানে নামে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বাসার সামনে ছোট্ট একটি মাঠে খেলছিল আব্দুল্লাহ। বোরকা পরা এক মহিলা এসে তাকে নিয়ে দ্রুততার সাথে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে উঠে যায়। আমরা ইজিবাইকটিকে শনাক্ত করে জানতে পারি, সেটি লোকাল ইজিবাইক হিসেবে মোহরা এলাকায় ভাড়ায় যাত্রী পরিবহন করে। চালক ও অন্যান্য যাত্রীরা ওই নারীকে গার্মেন্টসকর্মী এবং আব্দুল্লাহকে তার ছেলে ভেবেছিলেন।

গত দুই দিন চট্টগ্রামের বোয়ালখালী ও হাটহাজারী উপজেলা এবং নগরীর বিভিন্ন এলাকায় অভিযানের মুখে গতকাল বেলা সাড়ে ১২টার দিকে শিশুটিকে পাওয়া যায়। ষোলশহর পুলিশ বক্সের পাশে আব্দুল্লাহ ঘুরাঘুরি করছিল। পুলিশ সদস্যরা সেটা দেখতে পেয়ে তাকে ডেকে কথা বলেন। এর মধ্যে খবর পেয়ে পাঁচলাইশ ও চান্দগাঁও থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আব্দুল্লাহর মাও এসে ছেলেটিকে শনাক্ত করেন। পুলিশের ধারণা, শিশুটিকে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্ত অভিযানের মুখে হস্তান্তর করতে না পেরে রেখে গেছে।

শিশুর বাবা মাহবুব আলম বলেন, ‘আল্লাহর অশেষ রহমত ও পুলিশের আন্তরিক চেষ্টায় আমার সন্তানকে ফিরে পেয়েছি।’

Check Also

সিডিএর নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *