শিরোনাম
Home / অপরাধ / বিমানবন্দরে স্বর্ণ উধাও কাণ্ডে ৮ জনকে জিজ্ঞাসাবাদ, গ্রেফতার করা হয়নি কাউকে

বিমানবন্দরে স্বর্ণ উধাও কাণ্ডে ৮ জনকে জিজ্ঞাসাবাদ, গ্রেফতার করা হয়নি কাউকে

ঘোষণা ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ উধাওয়ের ঘটনায় আটজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, ‘বিমানবন্দরে কাস্টমস হাউজের গুদাম থেকে স্বর্ণ আত্মসাতের মামলায় সিসি ক্যাম ফুটেজ চেয়ে কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।

‘সোমবার থেকে ৮জনকে জিজ্ঞাসাবাদ ও তাদের দেয়া তথ্য যাচাই বাছাই করে দেখা হচ্ছে। তবে তাদের কাউকে এখনও গ্রেফতার দেখানো হয়নি।’

বিপুল পরিমাণ এই স্বর্ণ উধাওয়ের ঘটনা সামনে আসে রোববার। বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, সংরক্ষিত এলাকায় থেকে চুরি হওয়া প্রায় অসম্ভব। তাই এটি চুরি নাকি ভেতরের কর্মকর্তা, কর্মচারীরা আত্মসাৎ করেছে তা নিশ্চিত না।

পুলিশের তরফে বলা হচ্ছে, এটি মোটেও চুরি নয়। শুল্ক কর্তৃপক্ষের কেউ এগুলো সুকৌশলে আত্মসাৎ করেছে। সন্দেহের প্রাথমিক তালিকায় আছেন, গুদামে কর্মরত ৪জন সিপাহি ও ৪জন সহকারী রাজস্ব কর্মকর্তা।

একটি সূত্র নিশ্চিত করেছে, ৪২৬টি প্যাকেজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গুদাম থেকে অল্প অল্প করে স্বর্ণ গায়েব করা হয়েছে। শেষ পর্যন্ত যার পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৫৫ কেজি।

Check Also

৪৯৩ উপজেলা চেয়ারম্যান, ৩২৩ পৌরসভা মেয়র এবং ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ

ঘোষণা ডেস্ক :আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৪৯৩ উপজেলা চেয়ারম্যান, ৩২৩ পৌরসভার মেয়র ও ৬০ জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *