ঘোষণা ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, চাঁদাবাজদের কোনো পরিচয় নেই। যে পরিচয়ই থাকুক, চাঁদাবাজদের জায়গা চট্টগ্রাম শহরে হবে না। ব্যবসা করা যাবে। কিন্তু জোর জবরদস্তি করে কারো কাছে কোনো পণ্য বিক্রি করা যাবে না। জোর করে কারো কাছ থেকে আর্থিক মুনাফা নেওয়া যাবে না। বৈধভাবে ব্যবসা করেন। সবার জন্য সহযোগিতা উন্মুক্ত থাকবে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নগরীর আবাসিক এলাকাগুলোতে ভবন নির্মাণে জোরপূর্বক নির্মাণসামগ্রী সরবরাহের বিষয়ে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এসব কথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, রেজিস্ট্রেশনবিহীন কোনো গাড়ি চট্টগ্রাম নগরীতে চলতে পারবে না। নগরজীবনে জনস্বার্থে অনেক কিছু মানুষকে মেনে নিতে হয়। বিদ্যমান কাঠামো, অতিরিক্ত জনসংখ্যা ও পরিবহনের কারণে পুলিশকে বাধ্য হয়ে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যা অনেকের কাছে পছন্দের নাও হতে পারে। তবে দেশ ও জাতির স্বার্থে অনেক কিছু আমাদের বিবেচনায় আনা উচিত।
পাশাপাশি পুলিশ-সাংবাদিকসহ যেকোনো পেশার স্টিকার গাড়িতে লাগালে কোনো ফায়দা পাওয়া যাবে না বলে তিনি উল্লেখ করেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, মঞ্জুরুল আলম মঞ্জু, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, সাংবাদিক জাহিদুল করিম কচি, পংকজ কুমার দস্তিদার, নুরুল আলম, দেবপ্রসাদ দাস দেবু, আসিফ সিরাজ প্রমুখ।