শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় তেল চুরি রোধে চসিকের দুই ওজন স্কেল চালু

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় তেল চুরি রোধে চসিকের দুই ওজন স্কেল চালু

নিজস্ব প্রতিবেদক : বর্জ্য পরিবহনের জ্বালানি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে দুইটি ওজনস্কেল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

সোমবার (৪ সেপ্টেম্বর) প্রায় ৯৫ লাখ টাকা ব্যয়ে আরেফিন নগর আবর্জনাগার ও হালিশহরের আনন্দবাজার আবর্জনাগারে গাড়ির ওজনস্কেল দুটি উদ্বোধন করেন মেয়র।

এসময় মেয়র বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে ২৮০টি গাড়ি ব্যবহার করা হচ্ছে। এ গাড়িগুলো কতগুলো ট্রিপ সম্পন্ন করেছে এবং কতটুকু বর্জ্য বহন করেছে তা ডিজিটালি হিসাব করার জন্য আধুনিক দুটি ওজনস্কেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ট্রিপ ফাঁকি দিয়ে জ্বালানি তেল চুরির সুযোগ কমবে। যা জ্বালানি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন─ চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, জিয়াউল হক সুমন, আবদুল মান্নান, মো. ইলিয়াস, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম।

Check Also

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *