শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামের বাঁশখালীতে ছেলেকে শাসন করায় বাবাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের বাঁশখালীতে ছেলেকে শাসন করায় বাবাকে কুপিয়ে হত্যা

বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী থানাধীন পুঁইছড়ীতে মোহাম্মদ মমিনুল হক (২০) নামে এক পাষণ্ড ছেলে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম মোহাম্মদ বাদশা (৬৫) উপজেলার পু্ঁইছড়ি ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বাসিন্দা। যিনি ডেকোরেশন ব্যবসায় যুক্ত ছিলেন।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) সুধাংশু শেখর হাওলাদার বলেন, বাদশা মিয়া ছেলেকে সবসময় শাসন করতো এ কারণে ক্ষিপ্ত হয়ে ছেলে বাবাকে কুপিয়ে হত্যা করেন। এ সময় বাড়িতে কেউ না থাকায় ওই সুযোগটি তিনি তার বাবাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই কবির আহমদ ভাতিজা মমিনুল হককে আসামি করে হত্যা মামলা করেন। আসামিকে গ্রেফতার করে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আসামি মমিনুল হক ১৬৪ ধারায় নিজের বাবাকে কুপিয়ে হত্যা করার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন ।

Check Also

চান্দগাঁওয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ৫

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৫ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *