শিরোনাম
Home / রাজনীতি / ড. ইউনূসের বিরুদ্ধে মামলাবাজি বন্ধ করুন: মির্জা ফখরুল

ড. ইউনূসের বিরুদ্ধে মামলাবাজি বন্ধ করুন: মির্জা ফখরুল

ঘোষণা ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাবাজি বন্ধ করুন। তার বিরুদ্ধে হওয়া সব মামলা অবিলম্বে প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার(২৯ আগষ্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ড. মুহাম্মদ ইউনূস হলেন এই জাতির একজন সূর্য সন্তান। শত বছর পরেও মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তারা লজ্জিত হবে এই ভেবে যে, এমন একজন বরেণ্য মানুষের সঙ্গে এই দেশের সরকার কী রকম নীচ আচরণ করেছিলো। ওনার বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ড. ইউনূস এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি। ওনাকে যারা ছোটো করতে চান, অপমান করতে চান, তারা আরেকবার জন্ম নিলেও ওনার সমান উচ্চতায় যেতে পারবেন না। এই অনিবার্য সত্যটা মেনে নিয়ে ওনাকে হেনস্তা করা বন্ধ করুন। এসব মামলাবাজি বন্ধ করুন।

প্রসঙ্গত, সোমবার(২৮ আগষ্ট) দেশের বেশ কয়েকটি আদালতে ড. ইউনূসের নামে মামলা হয়েছে।

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ

ঘোষণা ডেস্ক :কোটাবিরোধী আন্দোলনের সময় সারা দেশে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *