শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র হারিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র হারিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন পোস্ট অফিস গলি এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার(২৬ আগষ্ট) দিবাগত রাত ৩টার দিকে থানার পোস্ট অফিস গলি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি উদ্ধারের সময় তার পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। এতে লেখা ছিল, ‘গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) আমার এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র হারিয়ে ফেলি। পরীক্ষায় অংশ নিতে পারব না তাই আত্মহত্যা করলাম।’

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আখতার। তিনি জানান, গত বৃহস্পতিবার কলেজ থেকে আসার সময় এইচএসসি পরীক্ষার এডমিট কার্ড হারিয়ে ফেলেন ওই শিক্ষার্থী। সে কারণে ওইদিন দিবাগত রাতে নিজ রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। আমরা গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হচ্ছে।

Check Also

সাগরে মাছ ধরা বন্ধ ৫৮ দিন

ঘোষণা ডেস্ক :শুরু হয়েছে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা চলবে ১১ জুন পর্যন্ত, মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *