নিজস্ব প্রতিবেদক : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘বিএনপি আন্দোলনে হাঁপিয়ে উঠছে। এখন দেখি কালো পতাকা মিছিল করছে? কাকে দেখানোর জন্য করছেন? কালো পতাকা মানে শোক। আগস্টে শোক ছাড়া আমি কিছু দেখতে পাই না। জ্বালাও পোড়াও আন্দোলনে মানুষ সাড়া দিচ্ছে না।’
ভূমিমন্ত্রী বলেন, ‘বিএনপি গণতন্ত্রকে হত্যা করে ২০০১ থেকে হত্যার রাজনীতি শুরু করে। তা এখনো আবার শুরু করেছে। তাদের রাজপথে দাঁত ভাঙা জবাব দিবো আমরা।’
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি এসব কথা বলেন।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্রকৌশলী ফারুক আমজাদ খান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ড. জমির উদ্দিন সিকদার, উপ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু।
সভায় আরও বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, জসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম জহুর, সহ সভাপতি এম.এ হাশেম, মো. শাহেদুর রহমান শাহেদ, সেলিম হোসেন, নুরুল আবছার তালুকদার, মিজানুর রহমান সেলিম, তৌহিদুল ইসলাম রহমানী, মোশাররফ হোসেন, মোহাম্মদ ইউসুফ, আবদুল মালেক খান, সোহেল মোহাম্মদ মঞ্জু, এসএম কৈয়ম উদ্দিন, এড. আবুল ফয়েজ চৌধুরী, ইমরান খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার, এড. রোকনুজ্জামান মুন্না, ইঞ্জিনিয়ার সনাতন চক্রবত্তী বিজয়, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী সোহেলসহ জেলার বিভিন্ন উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকরা।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, বিএনপি যাদের ওপর ভরসা করে ক্ষমতায় আসতে চাচ্ছে, তারাও বুঝে গেছে ক্ষমতায় আসা এতো সহজ নয়। দেশে অশান্তি সৃষ্টি করে কখনো জনপ্রিয় হওয়া যায় না। শেখ হাসিনা সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে রয়েছে।
তিনি আরো বলেন, ‘দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তরের চাপও বেড়ে যায়। দেশের নিম্ন আয়ের মানুষের জন্য তিনি রেশন কার্ড চালু করেছেন৷ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকার নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষের দূর্ভোগ আর থাকবেনা।’