
ঘোষণা ডেস্ক : হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ারের সঙ্গে আমাদের কথা হয়েছে। দাবি-দাওয়া নিয়ে অতীতে সংখ্যালঘুদের মুখে আপনারা (আওয়ামী লীগ) চকলেট গুঁজে দিয়েছেন। চকলেট চুষতে চুষতে বলেছি, আমরা দেশটাকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিয়ে যাবো।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে কেন্দ্রীয় কমিটির অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক কর্মসূচির উদ্বোধন করেন। সংগঠনের জেলা কমিটির সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সভাপতি নির্মল রোজারিও।
সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মিলন মণ্ডলের সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য জহর লাল ভৌমিক, যুগ্ম-সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।