শিরোনাম
Home / Uncategorized / আইডিয়ালের গভর্নিং বডি থেকে পদত্যাগ করলেন ছাত্রীকে বিয়ে করা সেই মুশতাক

আইডিয়ালের গভর্নিং বডি থেকে পদত্যাগ করলেন ছাত্রীকে বিয়ে করা সেই মুশতাক

ঘোষণা ডেস্ক : আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আলোচিত দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ কলেজটির গভর্নিং বডির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) গভর্নিং বডির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।

পদত্যাগের কারণ ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করেন তিনি। তবে, ‘ভারাক্রান্ত মন নিয়ে বিদায় নিতে হয়েছে’ বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন মুশতাক।

পদত্যাগপত্রে যা লিখেছেন মুশতাক:

‘আমি ভারাক্রান্ত হৃদয়ে স্কুল কমিটি থেকে পদত্যাগ করছি। যা অবিলম্বে কার্যকর করা হবে বলে আমি আশা করছি। আইডিয়াল স্কুলের কমিটিতে থাকার সময়টি আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে, যা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার জীবনের এই মুহূর্তে আমি এমন একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছি যা সত্যিই আমার হৃদয় ভেঙে দেয়।

গত কিছুদিন ধরে আমার বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছে। আমি নির্দোষ হওয়া সত্ত্বেও এসব অভিযোগ বারবার আনা হয়েছে। স্কুল কমিটির স্বার্থে আমি আমার অবস্থান থেকে সরে যাচ্ছি। স্কুলে দায়িত্ব পালনকালে বন্ধুরাও শত্রুতে পরিণত হয়েছে। এটা অবশ্যই আমার জন্য কষ্টের।’

এই প্রতিষ্ঠানে সেবা করার সুযোগ দেয়ার জন্য আমি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমি বড় ধরনের ঝড় মোকাবিলা করেছি। আমি সর্বদা ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সর্বোচ্চ ভালো ব্যবহার করার চেষ্টা করেছি।’

প্রসঙ্গত, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসেন খন্দকার মুশতাক আহমেদ। এ ঘটনার জেরে ওই ছাত্রীর বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন। মামলায় মুশতাক আহমেদকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
মামলায় খন্দকার মুশতাক আহমেদ এবং আইডিয়ালের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকেও আসামি করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন।

Check Also

কোটা সংস্কার আন্দোলন : সারাদেশে সহিংসতায় প্রাণ গেলো ৬ জনের

ঘোষণা ডেস্ক :চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে সারাদেশে ছয়জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *