নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী বাজারে ডিমের পাইকারি দোকানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে মূল্য তালিকা না মেনে অধিক দামে ডিম বিক্রি, ক্রেতাকে বিক্রয় রসিদ না দেওয়ার অপরাধে তিন পাইকারি ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেসার্স শাহজাহান স্টোর, জান্নাত পোল্ট্রি এবং আল-আমিন স্টোর।
সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী বলেন, পাহাড়তলী বাজারের বেশিরভাগ ডিমের দোকানে বিক্রয় রসিদ দেওয়া হচ্ছে না। কিছু বড় দোকান রসিদ দিলেও সেখানে রয়েছে শুভংকরের ফাঁকি। দোকানের মূল্য তালিকায় যে দাম লেখা রয়েছে, এর থেকে বেশি দামে বিক্রি করা হচ্ছে। কারো কারো বিক্রয় রসিদে এটার প্রমাণ মিলছে। এসব অপরাধে তিন পাইকারি ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।