নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর দুইটার দিকে উত্তর কাট্টলীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন শেখ আকবর (৫৫), চিন্ময় দত্ত (৩০), মিনহাজ আলম রনি (৩৫) মো. নওশেদ কামাল (৩০) এবং মো. রানা (৩১)।
আকবরশাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বলেন, উত্তর কাট্টলীর নিকুঞ্জ আবাসিক এলাকায় চাঁদাবাজির সময় ৫ জনকে আটক করে র্যাব থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার(২২ আগষ্ট) বিকেলে পাঁচ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উত্তর কাট্টলীর নিকুঞ্জ আবাসিক এলাকায় ভবন নির্মাণে বাধা দিয়ে বীমা কর্মকর্তা রিপন হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৫ সন্ত্রাসী। মূলত নির্মাণাধীন ওই ভবনে নির্মাণসামগ্রী সরবরাহের চাপ দিয়েছিল গ্রেফতার সন্ত্রাসীরা। তাদের কাছ থেকে মালামাল না কেনায় তারা নির্মাণাধীন ভবন মালিকের কাছে চাঁদা দাবি করে।