শিরোনাম
Home / রাজনীতি / হাইকমান্ডের নির্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র সংগ্রহ করছিলেন : ডিবি

হাইকমান্ডের নির্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র সংগ্রহ করছিলেন : ডিবি

ঘোষণা ডেস্ক : গ্রেপ্তার ছাত্রদলের ৬ নেতা আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অস্ত্র সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী এ তথ্য জানিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত শুক্রবার এই ৬জন ছাত্রদল নেতাকে তুলে নেওয়া হয়। এ ব্যাপারে জানতে চাইলে নুরুন্নবী বলেন, শনিবার(১৯ আগষ্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছাত্রদলের ৬ নেতাকে গ্রেপ্তার করেন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। তাদের কাছ থেকে ৩টি অস্ত্র জব্দ করা হয়। দুটি অস্ত্র পাবনা ও একটি টেকনাফ থেকে সংগ্রহ করেছিলেন তারা।

পুলিশের এই কর্মকর্তার দাবি, তাদের হোয়াটসঅ্যাপেও অস্ত্র সংগ্রহের তথ্য পাওয়া গেছে।

নুরুন্নবী জানান, গতকাল রাতে আরেকটি অভিযানে বিএনপি নেতা সালাউদ্দিনের ছেলে রবিনসহ আরও ১২ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি।

Check Also

যেভাবে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ

ঘোষণা ডেস্ক :চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি। কথায় কথায় গুলি ছোড়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *