শিরোনাম
Home / অপরাধ / নকল প্রসাধনী বিক্রি : রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

নকল প্রসাধনী বিক্রি : রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ঘোষণা ডেস্ক : নকল প্রসাধনী বিক্রির দায়ে নগরীর মেসার্স মজিদ এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। রবিবার (২০ আগস্ট) দুপুরে রিয়াজুদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহর নেতৃত্বে এই  অভিযান পরিচালনা করা হয়।

ফয়েজ উল্যাহ জানান, প্রতিষ্ঠানটি স্কিনশাইন নামের ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রি করছিল। যা শরীরের জন্য মারাত্মক রকমের ক্ষতিকর । ক্রিমটিতে হাইড্রোকুইনোন কেমিক্যাল ৫ পিপিএম থাকার কথা থাকলেও পাওয়া গেছে ২০ লাখ পিপিএম। এছাড়াও পাওয়া গেছে নুর গোল্ড, নিউফেস, মাই ফেয়ার, ডিউ নামে নকল ত্বক ফর্সাকারী ক্রিম। এসব পণ্যে ছিল না বিএসটিআইয়ের অনুমোদন।

তিনি বলেন, এসব ক্রিম ব্যবহার করলে ত্বকে ক্যান্সারসহ নানা জটিল রোগ হতে পারে। আমরা এসব পণ্যের বিষয়ে জানতে চাইলে বিক্রেতা কোন সদুত্তর দিতে পারেনি। তাই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে  নকল পণ্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সর্তক করা হয়েছে।

Check Also

এই সরকার কোনো সংবাদ মাধ্যম কিংবা প্রেস বন্ধ করেনি- প্রেস সচিব

ঘোষণা ডেস্ক :প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ সরকার কোনো সংবাদ মাধ্যম কিংবা …