ঘোষণা ডেস্ক : সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, ‘আমরা জানি এই সরকার বিদেশের ওপর নির্ভর করে টিকে আছে। কিন্তু কোনো বিদেশি আসবে না জনগণের উত্তাল তরঙ্গ সৃষ্টি হলে।’
শনিবার (১৯ আগষ্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হওয়ার আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে পদযাত্রা করছে দলটি।
বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, পার্লামেন্টকে গিলে খেয়েছে আর সবচেয়ে বড় ক্ষতি করেছে এই দেশের সাধারণ মানুষের রুটি-রুজির ব্যবস্থার পথ তারা বন্ধ করে দিয়েছে। অর্থনীতিকে তারা ধ্বংস করতে চলেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘তাই, বন্ধুগণ আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে এই সরকারের পতন। কারণ এই সরকারের পতনের মধ্য দিয়েই নতুন দিগন্তের সূচনা হবে। নির্বাচন ভালোভাবে হবে, যেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোট দিয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে।’
তিনি বলেন, ‘এই মিছিল থেকে আবার এই বার্তা দিতে চাই, এখনো সময় আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে, যে সমস্ত মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদের সাজা দিয়েছেন সবাইকে মুক্তি দিতে হবে এবং পরিষ্কারভাবে বলতে চাই এইভাবে বাড়ি বাড়ি হানা দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা যাবে না। আমি আবারও বলছি, এই গ্রেপ্তার বন্ধ করেন। বাড়িতে হানা দেওয়া বন্ধ করেন। আজকে জনগণ জেগে উঠেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আমাদের শেষ কথা, এই মিছিলের মধ্য দিয়ে আমাদের প্রধান দাবি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এক দফা দাবি আমরা বলছি, এই দাবি বাস্তবায়িত করতে হবে।