ঘোষণা ডেস্ক : আওয়ামী লীগ মানুষের বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে কথা বললেই শাস্তি পেতে হয়। শনিবার (১৯ আগষ্ট) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে ৯ বছর পর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের বিরোধীদলীয় এই উপনেতা এ কথা বলেন।
‘আগামী নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষে আমাদের আরো একটি যুদ্ধ’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে জি এম কাদের বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করতে পারে না।
তারা ভোটাধিকার হরণ করেছে। তারা দেশে বিভাজন ও বৈষম্য সৃষ্টি করেছে। ভবিষ্যতে অনেক সময় লাগবে কৃত্রিম এই বৈষম্য থেকে মুক্তি পেতে। অনেকে মাসে পাঁচ হাজার টাকা আয় করতে পারে না, আবার অনেকে ৫০ কোটি টাকা আয় করছে।
অনেকে আবার ৫০০ কোটি টাকাও আয় করছে। স্বাধীনতাযুদ্ধের চেতনা হচ্ছে—দেশের মালিক হবে মানুষ। তারাই দেশকে পরিবর্তন করবে, সরকারকে পরিবর্তন করবে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক এমপি মোহাম্মদ উল্যার সভাপতিত্বে ও সদস্যসচিব মাহমুদুর রহমান মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নু এমপি।
এ সময় বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক এমপি মোহাম্মদ নোমান ও নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু প্রমুখ।