জাতীয়তাবাদী ছাত্রদলের নিয়ম লঙ্ঘন করে নিস্ক্রিয় বিবাহিত ও চাকরিজীবীদের দিয়ে গত ১১ই আগষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের ৪২ সদস্য বিশিষ্ট ঘোষিত আহবায়ক কমিটি বাতিল করে নতুন করে রাজপথে সক্রিয় ত্যাগী কর্মীদের নিয়ে কমিটি পুনর্গঠনের দাবিতে শনিবার(১২ আগষ্ট) সাংবাদিক সম্মেলন করে পদবঞ্চিতরা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দের পক্ষে আহ্বায়ক পদপ্রার্থী জিয়াউল হক জুনায়েদ বলেন কমিটির পদপ্রত্যাশীদের একাডেমিক এসএসসি ব্যাচ ২০০৩ সাল থেকে শুরু করা হলেও আহবায়ক করা হয়েছে ২০১৩ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা রবিউল হোসেন রবিকে। সদস্য সচিব করা হয়েছে একজন ব্যাংক কর্মচারী যিনি বর্তমানে ইসলামি ব্যাংক ও আর নিজার রোড চট্টগ্রাম শাখায় কর্মরত আছেন। সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে ২০১৪ সালে এসএসসি পাস করা মিট লাইফ ইনস্যুরেন্স কর্মচারী ফিরোজকে। অপর দিকে যুগ্ম আহবায়ক সবুরের একাডেমিক ব্যাচ ২০০৭।
সর্বোপরি দলীয় নিয়মনীতির তোয়াক্কা না করেই ব্যাক্তি স্বার্থকে প্রধান্য দিয়ে একপেশে মনগড়া একটি কমিটি অনুমোদন করা হয়েছে। যার প্রতিবাদে আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা একটা বিএনপির নীতিনির্ধারকদের কাছে বার্তা দিতে চাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না করলে আমরা নতুন কর্মসূচি দিতে বাধ্য হব।- বিজ্ঞপ্তি