শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামের ৪ সহকারী কমিশনারকে (ভূমি) একযোগে বদলি

চট্টগ্রামের ৪ সহকারী কমিশনারকে (ভূমি) একযোগে বদলি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ৪জন সহকারী কমিশনারকে (ভূমি) একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনের (শাখা-১) সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।

আদেশে বলা হয়েছে, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমাকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলমকে চট্টগ্রাম বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলামকে খুলনা বিভাগে একইপদে বদলি করা হয়েছে।  জনস্বার্থে এ আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, সহকারী কমিশনাদের (ভূমি) কর্মস্থলে দুই বছর হয়ে যাওয়ার কারণে তাদের বদলি করা হয়েছে।

Check Also

কর্ণফুলীর তীরে মিললো স্কুলছাত্রের মরদেহ, ৪ সহপাঠী আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে রাহাত ইসলাম (১২) …