
ঘোষণা ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার নির্বাচন নিয়ে কোনো খেলা খেলতে দেওয়া হবে না। এবারের লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এবারের লড়াই জীবনপণ লড়াই। এবারের আন্দোলনে সরকার পতনের আন্দোলন। মানে মানে সরে না গেলে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানো হবে।
১১ আগস্ট (শুক্রবার) ঢাকা উত্তর বিএনপির গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ চাইছে এবারের নির্বাচনও ২০১৪ ও ২০১৮ সালের মতো করে করতে। তবে এবার দেশের জনগণ সেটা হতে দেবে না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।
বিএনপির মহাসচিব আরো বলেন, দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়। ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। আমাদের একটাই দাবি, তা হলো- শেখ হাসিনার পদত্যাগ।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।