শিরোনাম
Home / চট্টগ্রাম / রাতে ফোন পেয়ে সকালে ত্রাণ নিয়ে হাজির ডিসি

রাতে ফোন পেয়ে সকালে ত্রাণ নিয়ে হাজির ডিসি

নিজস্ব প্রতিবেদক : রাতে এলাকাবাসীর পক্ষ থেকে ফোন পেয়ে পরদিন চট্টগ্রাম নগরের ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের উত্তর চান্দগাঁও এলাকার ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মো. ফখরুজ্জামান। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে এসব ত্রাণ বিতরণ করা হয়।

বিশেষ এই প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, তেল, লবন, চিনি, মরিচ, ধনিয়া, হলুদের গুড়াসহ আরও কয়েকটি ভোগ্যপণ্য।

জানা গেছে, টানা ৬ দিনের বৃষ্টিপাতে এ এলাকার প্রতিটি স্থান পানির নিচে ডুবে রয়েছে। এতে গত কয়েকদিন ধরে নিদারুণ কষ্টে সময় পার করছে কয়েক হাজার বাসিন্দা। খবর পেয়ে সেখানে ছুটে যান ডিসি ফখরুজ্জামান। বিপদের এমন সময়ে উপহারের প্যাকেটটি হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অসহায় মানুষজন।

জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান বলেন, টানা বর্ষণে উত্তর চান্দগাঁও এলাকার বেশ কয়েকটি স্থান পানিতে তলিয়ে গেছে। এতে বেশ কষ্টে পড়েছে এখানকার বাসিন্দারা। তারা আমাকে বুধবার রাতে তাদের দূরাবস্থার কথা জানায়। এরপর আজ ৩০০ পরিবারের মধ্যে মানবিক সহায়তার বিশেষ প্যাকেট তুলে দিয়েছি। এই প্যাকেট দিয়ে একটি পরিবার কমপক্ষে এক সপ্তাহ চলতে পারবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। আগামীতেও তা চলমান থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার মো. মাসুদ রানা, এনডিসি হুছাইন মুহাম্মদ, স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস প্রমুখ।

Check Also

হাটহাজারীতে ককটেল বিস্ফোরণের অভিযোগে বাঁশখালী বিএনপির ১৪ নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালীর গণ্ডামারা থেকে হাটহাজারীর চিকনদণ্ডী। দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। এ দূরত্ব পাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *