শিরোনাম
Home / রাজনীতি / সাইবার নিরাপত্তা আইন আরো ভয়ংকর হবে -রিজভী

সাইবার নিরাপত্তা আইন আরো ভয়ংকর হবে -রিজভী

ঘোষণা ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে সাইবার নিরাপত্তা আইন আরো ভয়ংকর ও বিপদজনক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে তাদের হাত দিয়ে ভালো কিছু হবে বলে মনে করি না। দেশি-বিদেশি চাপে তারা আই ওয়াশ হিসেবে এটি করেছে।

সোমবার (৭ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বর্তমানে দেশে মত প্রকাশের ওপর বাধা নিষেধ রয়েছে বলে দাবি করে রিজভী বলেন, ব্যক্তি স্বাধীনভাবে মত প্রকাশ করতে গেলে তার ঠাঁই হয় কারাগারে বা আয়নাঘরে। এখন রাজনৈতিক দলের সমাবেশের অধিকার পুলিশের ইচ্ছা—অনিচ্ছার ওপর। সুষ্ঠু নির্বাচনে নিজের পছন্দের দলকে ক্ষমতায় আনার অধিকার ভোটাররা হারিয়েছে। প্রতিনিয়ত সত্যকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য একটি তাঁবেদার তথ্য ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

গণতন্ত্র এখন মৃত, সেজন্য গণতন্ত্রে স্বীকৃত বিরোধী দলের যেকোনো কর্মসূচিকে এই অবৈধ সরকার বরদাশত করছে না বলে অভিযোগ রিজভীর। তিনি বলেন, মিছিলের শব্দ শুনলেই গুলি চালানো হচ্ছে নির্বিচারে, সাপ পেটানোর মতো লাঠিপেটা করা হয় নেতাকর্মীদের।

রিজভী বলেন, ২৮ ও ২৯ জুলাইয়ের পূর্বাপর চলছে জুলুম নিপীড়নের নানামুখী তৎপরতা। পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্য কর্তৃক গ্রেপ্তার, গুম কোনভাবেই থামছে না। গভীর রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গোয়েন্দা পুলিশের হানায় দিনকে দিন নতুন মাত্রা যোগ হচ্ছে। বিশেষ বিশেষ টিম গঠন করে চালানো হচ্ছে অভিযান।

তিনি বলেন, ২৮ ও ২৯ জুলাই মহাসমাবেশ এবং অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Check Also

‘মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি’হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী

ঘোষণা ডেস্ক :ভবিষ্যতে জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে …